বিগত সময়ে অতিমারী/মহামারীর/আপদকালীন পরিস্থিতির ফলে নিবন্ধিত সমবায় সমিতগুলোর কার্যক্রম পরিচালনায় সৃষ্ট অভিঘাত মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা ও দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে সমবায়গুলোর কার্যক্রম আবারও গতিশীল করা আগামী অর্থ বছরে এ দপ্তরের প্রধান লক্ষ্য। এছাড়াও সমবায় এর সংখ্যা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য সম্ভাবনাহীন অকার্যকর সমবায়গুলো সঠিকভাবে চিহ্নিত করে নিবন্ধন বাতিল ও অবসায়নে ন্যস্ত করা এবং অবসায়নে ন্যস্ত সমবায় সমিতি গুলোর অবসায়ন দ্রুত নিস্পত্তি করা এবং সম্ভাবনাময় অকার্যকর সমবায়সমূহকে পূনঃকার্যকর করার পদক্ষেপ গ্রহণ করাে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক সুনির্দিষ্ট সংখ্যক সমবায় সমিতি চিহ্নিত করে উৎপাদনমুখী সমিতিতে রুপান্তর করার উদ্যোগ বাস্তবায়ন করাে। উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উপজেলা সমবায় কার্যালয়ের নাগরিক সেবা সহজ করা ও ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করার মাধ্যমে সমবায় উদ্যোক্তা সৃষ্টি করা ও আত্ম-কর্মসংস্থানের পথ সুগম করাও অন্যতম লক্ষ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস